শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়ওবায়দুল কাদের সুস্থ, তবে বিশ্রাম প্রয়োজন: চিকিৎসক

ওবায়দুল কাদের সুস্থ, তবে বিশ্রাম প্রয়োজন: চিকিৎসক

বাংলাদেশ প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা তাকে আরও বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রোববার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসানের বরাত দিয়ে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ, তবে তার আরও বিশ্রাম প্রয়োজন।’

গত ৩১ জানুয়ারি ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। প্রথমে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগে করোনারি আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুরে দুই মাসব্যাপী চিকিৎসাধীন থেকে গত বছরের ১৫ মে দেশে ফেরেন ওবায়দুল কাদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments