শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়‘চলতি সপ্তাহেই খসড়া তালিকা প্রকাশ হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের’

‘চলতি সপ্তাহেই খসড়া তালিকা প্রকাশ হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের’

বাংলাদেশ প্রতিবেদক: চলতি সপ্তাহেই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ এবং আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মুজিবর্ষে মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাড়ি করে দেয়া হবে বলেও জানান তিনি।

মুজিবর্ষে এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কয়েক বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাড়ি করে দেওয়া হবে। চলতি সপ্তাহেই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোনো ভুলত্রুটি আছে কিনা, এবং একমাস সময় দেওয়া হবে সেখানে কারও নামের বানান ভুল হলে বা অমুক্তিযোদ্ধার নাম আসলে সেটার ব্যাপারে আপত্তি দিতে পারে। ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা আমরা জাতির সামনে প্রকাশ করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments