বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে লাইট হাউজের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

রংপুরে লাইট হাউজের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

জয়নাল আবেদীন: দেশে করোনাভাইরাসে খেটে-খাওয়া মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়। এ অবস্থায়, খাদ্য সঙ্কটের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন রংপুরের হিজড়া সম্প্রদায়। আর তাই দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন ছোট পেশায় জড়িতদের চেয়ে অনেক বেশি কষ্টে আছেন হিজড়া সম্প্রদায়। বিকেলে রংপুর টাউন হল মাঠে জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগিতায় ও লাইট হাউজ এম.এস.এম হিজড়া প্রকপ্লের আওতায় তৃতীয় লিঙ্গের মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।লাইট হাউজ নির্বাহী প্রধান হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী।এসময় লাইট হাউজ টিম লিডার সালাউদ্দিন, লাইট হাউজ এম.এস.এম প্রকল্প রংপুর ডিআইসি ম্যানেজার শাহাবুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রহিম সুমন উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, আমি মনে করে আপনাদের বাসস্থান সকলের জন্য দরকার। আমি আপনাদের বিষয়টা জেলা প্রশাসককে জানাবো। যদি কোন সুযোগ থাকে তাহলে অবশ্যই পাবেন। আমাদের পক্ষ থেকে আপনাদে প্রতি যত সহযোগীতা করা দরকার আমরা সেটি করবো। লাইট হাউজকে ধন্যবাদ জানাচ্ছি করোনা মহামারীর মধ্যে এরকম উদ্যোগ নেয়ার জন্য। লাইট হাউজের পাশাপাশি তাদের দিকে অবশ্যই সরকারি-বেসরকারি সহযোগিতা পৌঁছানো জরুরি।তৃতীয় লিঙ্গের হিজড়া গুরু নুরজাহান বক্তরা বলেন, রংপুরের হিজড়াদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রতি অনুরোধ জানান। সেই সাথে লাইট হাউজকে ধন্যবাদ জানাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments