শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল: কাদের

প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল: কাদের

জয়নাল আবেদীন: চলমান লকডাউন ঈদের আগেই শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় এখন সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউন এক সপ্তাহ শেষ হতে চলছে। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর ব্যাপারে সরকার সক্রিয় চিন্তাভাবনা করছে। তবে ঈদের আগে লকডাউন শিথিল করা হবে। রোববার দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের চলমান বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা জানান। রংপুর সড়ক জনপথ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিং এ সেতুমন্ত্রী ঢাকা থেকে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য। মানুষের ঈদের সময় ঘরমুখী যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই চিন্তা ভাবনা করছেন। সবাইকে ধৈর্য ধরতে হবে, করোনা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না।মন্ত্রী আরো বলেন, করোনার কারণে অনেকেই জীবিকার কঠিন লড়াইয়ের মধ্যে পড়ে রয়েছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা কষ্ট পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী পরিবহন শ্রমিক সহ বেকার কর্মহীন শ্রমিকদের ব্যাপারে আর্থিক সহযোগিতা দেয়ার চিন্তাভাবনা করছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। ভাসমান মানুষদেরকেও ত্রাণ দেয়া হবে। জেলা প্রশাসন এসব দেখাশুনা করবে পাশাপাশি আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে এই দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে বলা হয়েছে।ওবায়দুল কাদের বলেন, বর্তমানে করোণা মোকাবেলায় আমাদের আত্মতৃপ্তির কোন কারণ নেই। যেকোনো সময় এই সংক্রমণ আরো বাড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে দেশে করোনা সংক্রমনের নতুন নতুন ভয়ংকর মাত্রা যুক্ত হচ্ছে। নতুন নতুন ভেরিয়েন্টের সংযোজন হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পড়লেই সমস্যার অনেক সমাধান সম্ভব। কিন্তু লোকজন ঠিকমতো মাস্ক পড়ছে না। লোকদেখানো মাস্ক পড়া বন্ধ করে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে। পুলিশের ভয়ে নয় জীবন-জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধি মেনে নিয়ম অনুযায়ী চলাফেরা করা উচিত। আমাদের অসচেতনতা অবহেলা ও উদাসীনতার কারণে করোনার ঝুকি বেড়ে গেছে। প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে সংক্রমণের হার বাড়ছে।সড়ক ও জনপদের প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, তা আমাদের মেনে কাজ করতে হবে। না রংপুর জোনের চলমান কাজগুলো দ্রুত শেষ করা দরকার। এই জনের সাথে সংযুক্ত করিডোর, এর সাথে যোগসূত্র রয়েছে সাসেক-১ এবং সাসেক-২। কিন্তু সাসেক-১ এর কাজে অনেক ঢিলেমি হয়ে গেছে।তিনি আরো বলেন, অনেক আগেই প্রধানমন্ত্রী ব্রীজ আন্ডারপাস ফ্লাইওভার সহ অনেকগুলো কাজের উদ্বোধন করেছেন। সেই কাজগুলো শেষ হচ্ছে না। এসব কাজ কেন শেষ হচ্ছে না, এর কারণ খুঁজে বের করতে হবে। যত দ্রুত সম্ভব চলমান কাজগুলো শেষ করা দরকার। রংপুর জোনের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর কাজ অনেকদূর এগিয়েছে। এখন লকডাউন এ রাস্তাঘাট ফাঁকা রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে কাজের গতি ফিরিয়ে আনতে হবে। যত দ্রুত সম্ভব ঈদের আগে ক্ষতিগ্রস্থ সড়কগুলো মেরামত করতে হবে। বর্ষায় যেন মানুষ দুর্ভোগে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।ওবায়দুল কাদের বলেন, যেগুলো কাজ শুরু হওয়ার কথা সেগুলো শুরু করা দরকার, টেন্ডার করার সময় যত তাড়াহুড়ো থাকে, কাজ শেষ করার ব্যাপারে সেটা দেখা যায় না। এ কারণে আমরা অনেক পিছিয়ে আছি। সড়কের গুনগত মান বজায় রাখতে

সবাইকে দায়িত্ব পালনে সজাগ থাকতে হবে। নিম্নমানের কাজ যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এসময় শিডিউল বিপর্যয় করে কাজ করার কারণে বগুড়া-নওগা সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান নাভানা কন্সট্রাকশনকে একাধিকবার সতর্ক করার পরও কাজে কোন অগ্রগতি না হওয়ায় ওই প্রতিষ্ঠানটির চুক্তি বাতিলের নির্দেশ দেন সেতু মন্ত্রী। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নিম্মমানের কাজ হলে ঠিকাদার, ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের এর দায় দায়িত্ব নিতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না। জনগণের কষ্টার্জিত অর্থে দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন টেকসই হতে হবে। বিআরটিএ অফিসগুলোতে হয়রানিমুক্ত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অফিস দালাল মুক্ত হতে হবে। অফিসগুলো ডায়নামিক হতে হবে, দুর্নীতি মুক্ত করতে কঠোর হতে হবে। এজন্য নজরদারি বাড়ানো দরকার। একই সঙ্গে বিআরটিসি বাসের রক্ষনাবেক্ষন করতে হবে। বিআরটিসিতে দায়সারা ভাবে একাজগুলো করা হচ্ছে। বাসগুলো দরজা জানালা লক্কর ঝক্কর, এসি অচল হয়ে পড়েছে।বিআরটিসিকে লাভ জনক করতে হবে। এজন্য কাজ করার তাগিদ দেন তিনি।ভিডিও কনফারেন্সিং এ রংপুর সড়ক থেকে যুক্ত ছিলেন- রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাশেদুল আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments