শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়সোনারগাঁওয়ে ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্ধোধন করলের প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ে ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্ধোধন করলের প্রধানমন্ত্রী

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ কেন্দ্রর আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি।

বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর দেশের বিদ্যুৎখাতের সংস্কারে কাজ শুরু করেন। এরই অংশ হিসেবে আজ সোনারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রেডে যুক্ত হলো ১০৪ মেঘাওয়াট বিদ্যুৎ। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছিল। ১২ বছরে বিদ্যুৎ ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে উন্নীত হওয়ার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই সময়ে ২০ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে সরকার। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি এসব বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।” উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একযোগে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্ধোধন করেন। কেন্দ্রগুলো হলঃ হবিগঞ্জের জুলদায় ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-৩ বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামে ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments