বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeজাতীয়'মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকদের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে রুখতে হবে'

‘মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকদের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে রুখতে হবে’

মোস্তাক আহম্মদ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, যাদের আত্মত্যাগের মধ্যদিয়ে এ বাংলাদেশ আমরা পেয়েছি তাদের ভোলার মতো না।

মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে স্বাধীনতার বিরোধীতা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকদের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে রুখতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের লেখনীর মধ্যদিয়েই সমাজের সবচিত্র আমরা দেখতে পাই। তাই দেশপ্রেম নিয়ে বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারণ মানুষ সাংবাদিকদের কথাই সবসময় শুনতে চায়। দেশের মানুষ এখনও সাংবাদিকদের ওপর আস্থাশীল রয়েছেন। ফুলবাড়ীর সাংবাদিকরা নি:স্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। ফুলবাড়ী প্রেসক্লাব ১৯৮১ সাল থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই এতোদূর পেঁৗছেছে। আগামীতেও এভাবেই তারা বহুদূর এগিয়ে যাবে।

গতকাল বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চঁাদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments