সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeজাতীয়দেশে করোনায় ত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার...

দেশে করোনায় ত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার ৫০১

বাংলাদেশ প্রতিবেদক: দেশে করোনায় মৃত্যু আগের দিনের চেয়ে কমলেও শনাক্ত বেড়েই চলছে। মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরো ১৩ হাজার ৫০১ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। এর আগে রোববার করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ২৯.৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৫৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments