বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

জয়নাল আবেদীন: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এদের প্রতিরোধ করতে বিভিন্ন উৎসবের মাধ্যমে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মুজিববর্ষে সারাদেশের ৪৯৫ টি উপজেলায় সাংস্কৃতিক উৎসব হয়েছে। আমরা প্রত্যন্ত এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারের জন্য কাজ করে যাচ্ছি।’

বুধবার দুপুরে নব-নির্মিত রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদেও এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চায় রংপুর অঞ্চল অনেক সমৃদ্ধ এলাকা। তাই এ জেলার মানুষদের দীর্ঘদিনের চাওয়া অত্যাধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে। রংপুর অঞ্চলের ভাওয়াইয়া চর্চাবৃদ্ধি, গবেষণা ও সারাদেশে ভাওয়াইয়ার সুর পৌছে দিতে প্রতি বছর কুড়িগ্রামে ভাওয়াইয়া উৎসব হচ্ছে।রংপুর শিল্পকলা একাডেমি নির্মাণে নিম্নমানের কাজের ব্যাপাওে তিনি বলেন, কিছু নির্মাণ ত্রুটি সারানো হয়েছে। বাকি ত্রুটি সারাতে কাজ চলছে। এছাড়া শিল্পকলা একাডেমির সাউন্ড সিস্টেএের সমস্যা রয়েছে বলে মনে হলো।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, শাহনাজ বেগম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংষ্কৃতিক সংগঠক বিপ্লব প্রসাদ, আশরাফুল আলম আল আমিন সহ অন্যরা। এদিকে বিকেলে ৫দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ পিঠা উৎসবে ৩০ টি স্টলে শতাধিক নানা প্রকার পিঠার আয়োজন থাকছে। মেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রংপুর অঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া গান, গানের সাথে নৃত্য, আবৃতি সহ রংপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে। এই পিঠা উৎসবে পাঁচজন সেরা পিঠা শিল্পী নির্বাচন করে সম্মাননা স্মারক প্রদান করা হবে ।জাতীয় পিঠা উৎসব ১৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments