শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়আজ কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশের বৃহৎ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

আজ কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দেশের বৃহৎ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে দেশের বৃহৎ ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হতে যাচ্ছে। আজ সোমবার ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে কয়লা ভিক্তিক বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রং বেরঙের আলপনা দিয়ে সাজানো হয়েছে জেলেদের মাছ ধরার ২২০ নৌকা। প্রধানমন্ত্রীর আগমনের দিন এ নৌকাগুলো বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনস্থলের পাশে রাবনাবাদ নদীতে ভাসবে বলে সংশ্লিষ্টারা যানিয়েছে। প্রতিটি নৌকায় রং বেরঙের পোশাকে ৫ জন করে জেলেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সকল প্রস্তিুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। বিসিপিসিএল সূত্রে জানা যায়, ২০১৪ সালে বাংলাদেশ নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমর্পোট অ্যান্ড এক্সর্পোট করপোরশনের (সিএমসি) মধ্যে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানে চুক্তি স্বাক্ষর হয়। ২০১৬ সালের ১৪ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লা ভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ হাজার একর জমির উপর নির্মিত পরিবেশবান্ধব এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানে ব্যয় হয়েছে ২.৪৫ বিলিয়ন ইউএস ডলার। আজ সোমবার ২১ মার্চ ১১ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী স্ব-শরীরে উপস্থিত থেকে এ বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন ও ফলক উন্মোচন করবেন। এরপর সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।

এসময় প্রধনমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করবেন। অনুষ্ঠানে চীন সরকারে রাষ্ট্রদূত, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, বিসিপিসিএল ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্রটি সাজানো হচ্ছে নতুন সাজে। পর্যটন উদ্যোক্তা জানায়,গত এক সপ্তাহ ধরে উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে বরিশাল চারুকলা বিদ্যালয়ের ১০ জন শিল্পী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় ৪ দিন ধরে ১০ শিল্পী এ নৌকাগুলোকে লাল, সবুজ, নীল এবং হলুদ রঙের কাজ শেষ করেছে। এ গুলো বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে বিভিন্ন শ্লোগান, প্লেকার্ড, ফেস্টুন দিয়ে সুসজ্জিত অবস্থায় সারিবদ্ধ ভাবে থাকবে। পর্যটন উদ্যোক্তা জলতরনীর স্বত্তাধিকারী আরিফ রহমান জানান, নৌকাগুলো প্রস্তুতের সময় স্বেচ্ছাসেবক হিসেবে চারুকলা শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করেছি। শিক্ষার্থীর হাতের নিপুন ছোয়ায় নৌকাগুলো বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে। কুয়াকাটা মৎসজীবী সংগঠন আশার আলো সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ২২০ নৌকাকে রংবেরঙের ডিজাইন করে সাজানো হয়েছে। প্রতিটি নৌকায় পাঁচ জন করে জেলে থাকবে। বর্তমানে ওই নৌকাগুলো বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বাঁধা রয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ গোলাম মওলা বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ফলে এই দক্ষিনাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এ কেন্দ্রটি সব চেয়ে বড় ভূমিকা পালন করবে। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments