সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeজাতীয়৪৫তম বিসিএস প্রিলির পরীক্ষা ১৯ মে

৪৫তম বিসিএস প্রিলির পরীক্ষা ১৯ মে

বাংলাদেশ প্রতিবেদক: আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলির পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এখন এ সংক্রান্ত যাবতীয় আয়োজনের প্রস্তুতি নেবে পিএসসি।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। এরপর ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। এ সময় মোট তিন লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।

এবার ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দু’হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। আর নন-ক্যাডারে নেয়া হবে এক হাজার ২২ জন।

এবার যে দু’হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে, তাদেরকে চিকিৎসায়ই বেশি নিয়োগ দেয়া হবে। চিকিৎসা ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। এরপর বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে- ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জন নেয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে উত্তর শুদ্ধ হলে এক নম্বর পাবে। আর ভুল হলে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments