স্বপন কুমার কুন্ডুঃ খুলনা হতে ঈশ্বরদী হয়ে ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস এবং যশোরের বেনাপোল হতে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করায় প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ঈশ্বরদীবাসী।
বুধবার (২৫ অক্টোবর) সারাদিনই প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকালে ঈশ্বরদী জংশন স্টেশনের প্লাটফরমে ‘আমরা ঈশ্বরদীবাসী’ ব্যানারে এবং বিকেলে বাজারের প্রধান ফটকের সামনে ‘ঈশ্বরদীর সচেতন নাগরিকের’ ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সমাবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে।
বিক্ষোভকারীরা জানান, পশ্চিমাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন। দীর্ঘদিন ধরে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী স্টেশন হয়ে ঢাকা চলাচল করতো। জেলা শহর পাবনাসহ পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষ এ ট্রেনে চলাচল করতো। রেল কর্তৃপক্ষ রুট পরিবর্তন করে ট্রেন দু’টি পদ্মা সেতু দিয়ে চালানোর জন্য ১ নভেম্বর থেকে ঈশ্বরদী লাইন বাতিল ঘোষণা করেছে। এতে এ অঞ্চলের ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তারা এসব ট্রেনে সহজে ঢাকা যেতে পারছেন না। ঈশ্বরদীর জন্য আগে থেকেই বিকল্প ট্রেনের ব্যবস্থা করা উচিত ছিল। দু’টি ট্রেনের রুট পরিবর্তনের ঘোষণা বাতিল করে ঈশ্বরদী হয়ে চলাচলের ব্যবস্থা করতে হবে। তা নাহলে ঈশ্বরদী থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ঈশ্বরদীবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
ষ্টেশনের মানববন্ধনে সভাপতিত্ব করেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু। সাংবাদিক ববি সরদার সঞ্চালনা করেন।
সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন প্রসঙ্গে পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর এই দু’টি ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করবে। ফলে ঈশ্বরদী রুটে এ ট্রেন চলাচলের সুযোগ নেই।