আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মেইন প্রদেশের লিউসটন শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থির বরাত দিয়ে হতাহতের এ খবর দিয়েছে সিএনএন।
একটি পানশালাসহ বেশ কয়েকটি জনসমাগমের স্থানে বন্দুকধারীর হামলায় এ ঘটনা ঘটে। তবে হামলা সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার জেরে নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের অনেকেরই অবস্থা বেশ আশঙ্কাজনক।
সেমিঅটোমেটিক রাইফেল নিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি ওই হামলা চালিয়েছেন। তার পরনে ছিল বাদামি রঙের শার্ট ও কালো প্যান্ট।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বন্দুকধারীকে এখনো গ্রেফতার করতে পারেননি তারা। এ পরিস্থিতিতে ওই এলাকার সব দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। বাসিন্দাদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতিতে মেইন স্টেট পুলিশ বলেছে, লিউসটনে একজন সক্রিয় বন্দুকধারী আছেন। আমরা বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে বাড়ির ভেতরে থাকুন।
পুলিশ জানায়,”একাধিক স্থানে”ঘটনার তদন্ত চলছে ও সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে।
একই বন্দুকধারীর হামলায় কমপক্ষে চারজন হতাহত হয়েছেন, এমন ঘটনা ক্রমেই বেড়েছে যুক্তরাষ্ট্রে। ২০২২ সালে এ ধরনের হামলার সংখ্যা ছিল ৬৪৭টি।
দেশটির উত্তরপূর্ব উপকূলে অবস্থিত লিউসটন। মেইন প্রদেশের দ্বিতীয় বৃহত্তম এ শহরে বসবাস করেন ৩৮ হাজার মানুষ।