শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeজাতীয়মহাখালীতে রেলপথ অবরোধ, ট্রেন ও যান চলাচল বন্ধ

মহাখালীতে রেলপথ অবরোধ, ট্রেন ও যান চলাচল বন্ধ

বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলী‌গের হামলার প্রতিবাদে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অব‌রোধ ক‌রে‌ছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থে‌কে দুপুর ১টা ৪২ মি‌নি‌টে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়। শুধু পদ্মা রেল সং‌যো‌গে ট্রেন চল‌ছে। অন‌্যান‌্য রু‌টে রাজধানীর স‌ঙ্গে সারা‌দে‌শের ‌রেল যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। এছাড়া রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রে‌লও‌য়ের প‌রিচালক না‌হিদ হাসান খান বলে‌ন, রেলপথ বন্ধ থাকায় তেজগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় দু‌টি ট্রেন আট‌কে র‌য়ে‌ছে। এতে কমলাপুর থে‌কে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। দুপু‌রের দি‌কে খুব বে‌শি ট্রেন চ‌লে না। তাই কমলাপু‌রে আটকাপড়া ট্রেনের সংখ‌্যা বে‌শি নয়। দুই এক‌টি হ‌তে পা‌রে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী রেল‌গেইট অবরোধ ক‌রেন আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর সোয়া ১টার দি‌কে সেখা‌নে দু‌টি ট্রেন আট‌কে দেন তারা।

ঢাকার রেলভবন জা‌নি‌য়ে‌ছে, কমলাপুর অভিমুখী সিল্ক‌সি‌টি এবং রাজশাহী বনলতা এক্স‌প্রেস আটকা প‌ড়েছে। শিক্ষার্থীদের অবরোধে মহাখালী রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments