বাংলাদেশ প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।
পদত্যাগ করবেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’
প্রসঙ্গত, ২৩ আগস্ট দৈনিক সমকালের মতামত বিভাগে ‘বিপ্লব ও ফরমান: সরকার ও সংবিধান’ শীর্ষক একটি নিবন্ধ লিখেছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনি লিখেন, ‘নির্বাচন কমিশন সংবিধান ও সফল বিপ্লবোত্তর সাংবিধানিক পরিস্থিতিতে সংকটে রয়েছে। নির্বাচন কমিশন হয়তো অচিরেই বিগত হবে। কিন্তু এতে সংকটের নিরসন হবে না। সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে। বাস্তবতার নিরিখে ভেঙে দিতে হয়েছে। সফল বিপ্লবের ডি ফ্যাক্টো (বাস্তবানুগ) গ্রামারে এটি অবশ্যই সিদ্ধ।’
তিনি লেখেন, ‘সংবিধান যদি বহাল থাকে তাহলে নির্বাচন কমিশনকে সংবিধানের ১২৩(৩)(খ) অনুচ্ছেদের বিধানমতে তৎপরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। যদি না করেন, তাহলে সে ক্ষেত্রে ৭খ অনুচ্ছেদের বিধানমতে কমিশনাররা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকবেন। সংবিধানকে পুরোপুরি অক্ষুণ্ন রেখে বিপ্লব তথা বিপ্লবের উদ্দেশ্যকে এগিয়ে নেওয়া ও বাস্তবায়ন করা যায় না।’