সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeজাতীয়ফেব্রুয়ারি থেকে দেশের ৪২৪ উপজেলায় মিলবে ওএমএসের চাল

ফেব্রুয়ারি থেকে দেশের ৪২৪ উপজেলায় মিলবে ওএমএসের চাল

বাংলাদেশ প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারি থেকে দেশের ৪২৪টি উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম চালাবে সরকার। এর আওতায় ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল পাবেন ক্রেতারা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রেব্রুয়ারি থেকে ৬১ জেলার ৪০১ উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিন পার্বত্য জেলার ২৩ উপজেলায় এক টন করে মোট ৪২৪ উপজেলায় ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

আরও বলা হয়, এর বাইরে এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন ও শ্রমঘন চারটি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক দুই টন) করে চাল বিক্রি করা হবে।

সবশেষে বলা হয়, জনপ্রতি ৫ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments