বাংলাদেশ প্রতিবেদক: বুড়িগঙ্গা নদী বিলুপ্তির পথে। তাই এ নদী এবং রাজধানী ঢাকার টিকে থাকার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। টাস্কফোর্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ‘অর্থনৈতিক কৌশল পুনর্গঠন এবং সমতা ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ’ শীর্ষক টাস্কফোর্সের প্রতিবেদন হন্তান্তর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইনের অধীনে নদীগুলোকে সচল থাকার অধিকার প্রদানের সঙ্গে সঙ্গে এই জরুরি পদক্ষেপগুলোকে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। ঢাকার পুনরুদ্ধার তার নদী দিয়ে শুরু হোক।’
গ্রামীণ স্কুল ও ক্লিনিক সংস্কার সম্পর্কে প্রতিবেদনে একটি কমিউনিটি ক্লিনিকের সঙ্গে একটি গ্রামীণ সরকারি স্কুল সংস্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি পাইলট প্রকল্প শুরু করার প্রস্তাব করা হয়েছে। যদিও মৌলিক নীতিগুলো সরকারি হাসপাতালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগটিতে গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবেশের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবেশের উন্নয়ন জোরদার হবে।
প্রসঙ্গত, উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে বের করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ১০ সেপ্টেম্বর ১২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল।