শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeজাতীয়এবার রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫ শতাংশ মানুষ

এবার রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫ শতাংশ মানুষ

বাংলাদেশ প্রতিবেদক: এবারের পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে স্বস্তিতে ছিল মানুষ। গত বছরের রোজার সময়ের তুলনায় চলতি রোজায় বাজারমূল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ৯৫ শতাংশ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে কয়েকটি মতামত জরিপে এমন তথ্যই উঠে এসেছে। মতামত জরিপে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন। যার মধ্যে ৫ লাখ ৯৬ হাজার মানুষ সন্তুষ্টি ও ৩৪ হাজার মানুষ অসন্তুষ্টি জানিয়েছে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ে ভোক্তার সন্তুষ্টির বিষয়ে গত ১৮ ও ১৯ মার্চ ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি অনলাইন জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের কাছে এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ে তারা সন্তুষ্ট কিনা প্রশ্ন রাখা হয়।

এর মধ্যে গত ১৮ মার্চ ইউটিউবে চ্যানেলে চালানো জরিপে ‘গত রমজানের চেয়ে এ রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?—এই প্রশ্ন করা হয়। প্রশ্নের সম্ভাব্য ৪টি উত্তর রাখা হয়। ৪টি অপশনে মোট মতামত দিয়েছেন ৩ লাখ ৬১ হাজার মানুষ। এর মধ্যে ১০০% সন্তুষ্ট অপশনে মতামত দেন ৮০ শতাংশ বা ২ লাখ ৮৮ হাজার, ৫০% সন্তুষ্ট অপশনে মতামত দিয়েছেন ১১ শতাংশ বা ৩৯ হাজার, ২৫% সন্তুষ্ট অপশনে মতামত দিয়েছেন ১০ হাজার ও ০% সন্তুষ্ট অপশনে মতামত দিয়েছেন ৬% বা ২১ হাজার মানুষ।

এর একদিন পর একই চ্যানেলে আরেকটি মতামত জরিপ পোস্ট করা হয়। সেখানে প্রশ্ন ছিল, ‘গত রমজানের চেয়ে এই রমজানে নিত্যপণের দাম নিয়ে আপনি কত সন্তুষ্ট?’ এটিতেও সম্ভাব্য ৪টি উত্তরের অপশন রাখা হয়। এতে অংশ নিয়ে মতামত দিয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার মানুষ। প্রথমটি ছিল, খুবই সন্তুষ্ট (১০০%)। এই অপশনে মতামত দিয়েছেন ২ লাখ ১০ হাজার, দ্বিতীয় অপশন ছিল, সন্তুষ্ট (৫০%)। এটিতে মতামত দিয়েছেন ১২% বা ৩২ হাজার। তৃতীয় অপশন ছিল, সামান্য সন্তুষ্ট (২৫%)। সামান্য সন্তুষ্টতে মতামত দেন ৪% বা ১০ হাজার মানুষ। এ ছাড়া অসন্তুষ্টতে মতামত দেন ৫% বা ১৩ হাজার মানুষ।

এ ছাড়াও ওয়েবসাইট ও আরেকটি ইউটিউবে চ্যানেলে একই বিষয়ে প্রকাশিত ও সংগৃহীত মতামতের প্রায় একই রকম প্রতিফলন দেখা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments