বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeঅন্যান্য সংবাদএগিয়ে চলা সফল নারী শিরিনা আক্তার

এগিয়ে চলা সফল নারী শিরিনা আক্তার

মো.ওসমান গনি: জীবন যুদ্ধে জয়ী এক সংগ্রামী নারী শিরিনা আক্তার(গোলাপী)।কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে তার বাড়ি।১৯৮৬ সালের ৩ ফেব্রুয়ারী চান্দিনা পৌরসভার হারং গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি মৃত খোরশেদ আলম সরকারের দ্বিতীয় মেয়ে।তার মা রীনা সরকার।তারা ৬ বোন ১ভাই।নিজ এলাকাতেই শিক্ষাজীবন সমাপ্ত করেন।পরে ১৯৯৮সালের ডিসেম্বর মাসের ৪ তারিখ উপজেলার মেহার গ্রামের সাংবাদিক মো.ওসমান গনি’র সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয়।সাংসারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।ছেলে সজীব হোসেন (১৮) বড়।মেয়ে সুরভী আক্তার(১২)।ছেলে সজীব হোসেন এ বৎসর চান্দিনা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২০১৯ সালের অনুষ্ঠিতব্য এস.এস.সি.পরীক্ষা দিয়েছে। মেয়ে সুরভী আক্তার একই উপজেলার রসুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৯ম শেণীতে পড়ে।শিরিনা আক্তার(গোলাপী) সংসার জীবনে গৃহিণী হলেও তিনি তার সংসারের সমস্ত কাজকর্ম করে ফাঁকে ফাঁকে একটি বেসরকারি কোম্পানী ন্যাশনাল লাইফ ইনসুরেন্স্য কোম্পানীতে উন্নয়নকর্মী হিসাবে খন্ডকালীন কাজ শুরু করেন।তার মা রীনা সরকার ঐ কোম্পানীর একজন কর্মকর্তা।মা কোম্পানীতে চাকরি করে দেখে শিরিনা আক্তারের(গোলাপী) ইচ্ছা হয় কোম্পানীতে কাজ করার।এই সুবাধে শিরিনা আক্তার(গোলাপী) তার মায়ের পাশাপাশি কোম্পানীর উন্নয়নকর্মী হিসাবে কাজ শুরু করেন।সেখানে কাজ করে শিরিনা আক্তার (গোলাপী) এখন চলার মত টাকা-পয়সা রোজগার করছেন বলে তিনি জানান।এ দিকে তার স্বামী ওসমান গনি সাংবাদিকতার পাশাপাশি ওষুধের ফার্মেসীর ব্যবসা করেন।দুইজনের টাকা দিয়ে শিরিনা আক্তার(গোলাপী)সংসার এখন স্বচ্চলভাবে চলছে।শিরিনা আক্তার (গোলাপী)কোম্পানীর চাকরি করার কারনে এলাকার সকল মানুষের কাছে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।তিনি তার কোম্পাণীর কাজের পাশাপাশি এলাকার সমাজসেবার কাজেও নিজেকে সম্পৃক্ত রাখেন।যখন এলাকার কোন অসহায় মানুষ কোন বিপদে পড়েন তিনি দৌঁড়ে সেখানে গিয়ে তার খোঁজখবর নেন।এবং অসহায় ব্যক্তিকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন।তিনি শত কাজের মাঝেও নিয়মিত নামাজ-রোজা করেন।তিনি তার জীবনে যত কাজ করেন স্বচ্ছতার মাঝে করেন।তার কাজের স্বচ্ছতার কারনে তার অফিসের কর্মকর্তারা তাকে খুব আদর করে থাকেন।তিনি তার কর্মের মাধ্যমে কোম্পানীর কাছে গ্রহন যোগ্যতা বাড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।তিনি সব সময় কোম্পানীর সফলতা কামনা করেন।তার ধারনা হলো কোম্পানী বাঁচলে আমরা কর্ম করে বাঁচতে পারব।তার কোম্পানীর কাজের ব্যাপারে তাকে উৎসাহ দেন তার বড় বোন তাছলিমা আক্তারের (বিউটি) স্বামী আক্তার হোসেন।তিনিও ডেল্টা লাইফ ইনসুরেন্স্য কোম্পানীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।তার মা ও তার দুলাভাই আক্তার হোসেনের উৎসাহের কারনে

তার এতদূর এগিয়ে আসা।তার মতে,নারী হয়ে জন্ম হওয়ার কারন দেখিয়ে ঘরের কোণে বসে থাকলে হবে না।আজ আমাদের বাংলাদেশসহ সারাবিশ্বে নারীরা কর্মক্ষেত্রে ও রাজনীনিতে দক্ষতার সাথে কাজ করে এগিয়ে যাচ্ছে।এখন আর নারীদের ঘরে বসে থাকার সুযোগ নাই।লেখাপড়া শিখে কর্মকরে পুরুষদের পাশাপাশি কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।দেশের প্রতিটি নারীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।নারীরা শিক্ষিত হতে পারলে গোটা জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব।তাই সকল দিক বিবেচনা করে দেশের সকল নারীকে কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসা উচিত।দেশের প্রতিটা নারীকে তার ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে কর্ম ও শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসা উচিত।কারন বিয়ের পর আমাদের দেশের বেশীর ভাগ নারীদের জীবনে যৌতুকসহ নানাহ কারনে বিবাহবিচ্ছেদসহ অন্যান্য দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে। তখন নারীদের সে সময়ের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগ থেকেই নারীদের প্রস্তুতি নিতে হবে।সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই হলো তার প্রধান কাজ।পেছনে কে কি বলল তার দিকে না তাকিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।তার কর্মজীবনেও প্রথম প্রথম কাজ করতে তিনি নিজে নিজে অসস্থিভাব মনে করতেন।ভাবতেন গ্রামের লোকজন কে কি বলবে?এখন তার কাছে সেটা আর কোন ব্যাপার বলে মনে হয় না।পাছে লোকে কিছু বলে সেই বাক্যকে পিছনে ফেলে আনন্দের সাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments