শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিরাষ্ট্রপতির সাথে দেখা করলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ

রাষ্ট্রপতির সাথে দেখা করলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ

কাগজ প্রতিবেদক: আজ বিকাল ৪.৪০ মিনিটে আইজিপি নূর মোহাম্মদ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বঙ্গ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। দীর্ঘ ১ ঘণ্টা আলোচনা শেষে নূর মোহাম্মদ সন্ধ্যা ৬.২০ মিনিটে বের হন। আইজিপি নূর মোহাম্মদের ঘনিষ্ঠ সুত্র আজকের কাগজ ডটকম ডটবিডি কে বলেন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাবেক আইজিপি নূর মোহাম্মদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে তিনিই হতে যাচ্ছেন কিশোরগঞ্জের – ২ আসনের নৌকার প্রার্থী। উল্লেখ্য গত ১১-১১-১৮ তারিখে সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জের – ২ (কটিয়াদি ও পাকুন্দিয়া) থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। ঢাকা বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির রাহাত আজকের কাগজ.কম.বিডিকে বলেন, “সাবেক আইজিপি নূর মোহাম্মদের জন্য তার ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।”

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments