কাগজ প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। যোগদানের পরপরই তিনি পটুয়াখালী-৩ থেকে মনোনয়ন নিয়েছেন। জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী হয়ে তিনি বিএনপিতে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নিজ জ্ঞানে, চিন্তাভাবনা করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবো।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপিতে যোগদান করেন।
তিনি বলেন, আমার বোধ শক্তি সামর্থ দিয়ে বিএনপি ও দেশের মানুষের জন্য কাজ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আওয়ামী লীগকে ত্যাগ করে বিএনপিতে আসা বড় ঘটনা। নমিনেশন নিচ্ছেন কি না- জানতে চাইলে রনি বলেন, আমার এ যোগদানে শুধু নমিনেশনই নয়, আরো অনেক কিছু জড়িত। যে স্বপ্ন নিয়ে এসেছি, সে স্বপ্ন নিয়েই থাকবো।