বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeরাজনীতিহাইকোর্টে ঝুলে গেলো বিএনপির ৫ নেতার মনোনয়ন ভাগ্য

হাইকোর্টে ঝুলে গেলো বিএনপির ৫ নেতার মনোনয়ন ভাগ্য

কাগজ প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে প্রাপ্তদণ্ড (কনভিকশন অ্যান্ড সেন্টেন্স) স্থগিত চেয়ে করা বিএনপির ৫ নেতার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৭ নভেম্বর) এ আদেশ দেন।

বিএনপির ৫ নেতা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি সমর্থিত চিকিৎসকদের নেতা ডাঃ এ. জেড. এম. জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-২ এর সাবেক সাংসদ ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান এবং ঝিনাইদহ-১ আসনের সাবেক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওহাব।

আবেদনকারী আমান উল্লাহ আমানের পক্ষে শুনানী করেন আইনজীবী মোঃ আরিফুল ইসলাম। ডাঃ জাহিদের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী। আলহাজ্ব মোঃ মশিউর রহমানের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার মাহবুব শফিক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments