শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিমনোনয়ন বঞ্চিত সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস চাইলেন নৌকায় ভোট

মনোনয়ন বঞ্চিত সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস চাইলেন নৌকায় ভোট

মারুফা মির্জা: স্বাধীনতার স্বাধ পেতে ৭১-এ সকল বিভেদ ভুলে সাড়া জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে সবুজকে আলিঙ্গন করে লাল-সবুজের পতাকার জন্ম দিয়েছিল। এখন সেই ডিসেম্বর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পরাজিত রাজাকার জামাতদের সাথে নিয়ে বিএনপি আবারো ভোটযুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এখন আর কারো বসে থাকবার সময় নয়। সকল ভেদাভেদ ও কষ্ট ভুলে আমরা নৌকার কাতারে এক হয়েছি। শেখ হাসিনার পক্ষে নির্বাচনী এ যুদ্ধেও আমাদের জয় লাভ করতে হবে। দেশ ও দেশের মানুষের অগ্রগতীর ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের প্রতিক নৌকার উপরেই সবাইকে আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে নৌকার পরাজয় হলে দেশের সবার পরাজয় হবে। উন্নয়ন থমকে পড়বে। সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান নেতা আব্দুল লতিফ বিশ্বাস স্বতঃফুর্ত জনগনের উদ্দেশ্যে এসব কথা বলেন। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের ওমর ফারুখ মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। তখন উপস্থিত ৫ সহ¯্রাদিক মানুষ তার বক্তব্যকে হাত তালি দিয়ে স্বাগত জানান। এসময় থানা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে নৌকার প্রার্থী আব্দুল মোমিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, এ্যাড. আব্দুর রহমান, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজগার আলী মাষ্টার, প্রমুখ বক্তব্য রাখেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments