শনিবার, মে ১১, ২০২৪
Homeরাজনীতিসুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি নির্বাচনেও আ.লীগের হেভিওয়েটরা বাদ

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি নির্বাচনেও আ.লীগের হেভিওয়েটরা বাদ

সদরুল আইন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে প্যানেল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ও উপজেলা মনোনয়নের মতো এখানেও চমক সৃষ্টি করেছে দলটি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতেও হেভিওয়েটরা বাদ পড়েছেন। এখানেও নতুনের জয়গান গেয়েছে আওয়ামী লীগ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে এ এম আমিন উদ্দিনকে এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুন নূর দুলালকে মনোনয়ন দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে গত কয়েকবছর ধরেই অন্তর্কলহ, দ্বন্দ্ব বিদ্যমান রয়েছে। এর ফলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিএনপির আইনজীবীদের করায়ত্ত।

বিএনপির প্যানেলই এখানে বারবার বিজয়ী হন। তারা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফায়দা লুফে নেয়।

এবার আওয়ামী লীগ কোন্দলমুক্ত হতে বদ্ধপরিকর। নির্বাচনে জয়ী হয়ে সুপ্রিম কোর্টকে বিএনপি মুক্ত করতে চায়।

এ জন্য এতদিন কোন্দলে থাকা হেভিওয়েটদের বাদ দেয়া হয়েছে। বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন, আবদুল মতিন খসরু, মেজবাহ আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো সিনিয়র নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ এ এম আমিন উদ্দিনকে সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে।

বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অধীনে পেশা জীবন শুরু করেন আমিন উদ্দিন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে একবার বিজয়ী হয়েছিলেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments