শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিমেয়র নির্বাচিত হওয়ার পথে আতিকুল

মেয়র নির্বাচিত হওয়ার পথে আতিকুল

সদরুল আইন: উপ-নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।ঢাকা উত্তরে এক হাজার ২৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলে আতিকুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে সাড়ে তিন লাখের বেশি ভোটে এগিয়ে আছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের এই উপ-নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে’ ভোটের সর্বশেষ ফল ঘোষিত হচ্ছে। এটি সমন্বয় করছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

সর্বশেষ হিসাব অনুযায়ী ৬৪৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আতিকুল ইসলাম পেয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ২৭৯ ভোট।

আর আতিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ১৫ হাজার ২৭৫ ভোট।

সিটি করপোরেশনে এই অংশে (উত্তর) মোট ভোটার ৩৬ লাখ ২৬ হাজার ৩২১।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে শূন্য হওয়ায় মেয়র পদে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তবে এই নির্বাচন বিএনপি ও তাদের সমমনাদের পাশাপাশি বামপন্থি দলগুলোও বর্জন করেছে।

বেশিরভাগ দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments