বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজনীতিভারত যেতে বাধা: বিমানবন্দর থেকে ফিরে এলেন নিপুন রায়

ভারত যেতে বাধা: বিমানবন্দর থেকে ফিরে এলেন নিপুন রায়

কাগজ প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারত যাওয়ার কথা ছিল। পরে একাধিক মামলার আসামি হওয়ার কথা বলে তাকে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নিপুণ রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত সফরে স্বপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। কিন্তু আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।
এর আগে ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেয়া হয়। দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল তার। আজ বাধা দেয়া হলো তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments