শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিআ.লীগের ১২৬ উপজেলা চেয়ারম্যান পদ হারাচ্ছেন

আ.লীগের ১২৬ উপজেলা চেয়ারম্যান পদ হারাচ্ছেন

সদরুল আইন: উপজেলা ‍নির্বাচনে বিজয়ী ১২৬ জনেরও বেশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাদের দলীয় পদ হারাতে যাচ্ছেন।

এই সব বিদ্রোহী প্রার্থীরা উপজেলা চেয়ারম্যান আবার একই সাথে উপজেলা ও জেলার স্থানীয় পর্যায়ে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন।

কেন্দ্রিয় অা.লীগ সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দলটির ধানমন্ডিতে অবস্থিত এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র আরো জানায়, আগামী দলীয় কেন্দ্রীয় সম্মেলনে এই সব বিদ্রোহী নেতারা কোনো পদ পাবেন না। এর মধ্যেই তাদের সবাইকে কারণ দর্শানোর জন্য তিন সপ্তাহের সময় দিয়ে নেটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এমনকি দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও এমপি যারা শেষ উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করছেন তাদের নামও এই তালিকায় আছে।’

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ আরো অনেকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments