মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeরাজনীতিউন্নয়ন প্রতিযোগিতায় রংপুর পিছিয়ে থাকবে না: সাদ এরশাদ

উন্নয়ন প্রতিযোগিতায় রংপুর পিছিয়ে থাকবে না: সাদ এরশাদ

জয়নাল আবেদীন: রংপুর -৩ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ বলেছেন, দেশকে সুন্দর ভাবে সাজাতে সাংবাদিকদেরও আরো বেশি ভুমিকা রাখতে হবে বিদেশীরা যাতে আরো বেশি বিনিয়োগ করতে পারে সে জন্য বিভিন্ন গণমাধ্যমে দেশের উন্নয়নের সংবাদ বেশি করে প্রচার করতে হবে। তিনি সোমবার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবে ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে এসবকথা বলেন। রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রফিক সরকারসহ ক্লাবের সদস্যবৃন্দ। সাদ বলেন, দেশের অন্যান্য জেলার মত রংপুরও উন্নয়ন প্রতিযোগিতায় এগিয়ে যাবে। আমার পিতাকে আপনারা যেভাবে সহযোগীতা করেছিলেন আমাকেও আপনারা সেভাবে সহযোগীতা করবেন। রংপুরের যেসকল সমস্যা আছে সেগুলোকে প্রাধান্য দিয়ে আপনাদের সাথে নিয়ে কাজ করবো। আপনারা আমাকে দায়িত্ব দিয়ে সংসদে পাঠিয়েছেন। সে দায়িত্ব আমি সততার সাথে পালনের চেষ্টা করবো। তিনি বলেন, আমার পিতা রংপুর প্রেসক্লাবে যে ভাবে সহযোগীতা করেছেন আমিও সেইভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব। রংপুর প্রেসক্লাবকে আথিক অনুদান প্রদান ছাড়াও সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি দুপুরে রংপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। এসময় তিনি বলেন,রংপুরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীসহ যত মন্ত্রী আছেন, সবার কাছে যাব। উন্নয়নের জন্য সংসদে কথা বলব। তবু রংপুরকে পিছিয়ে থাকতে দিব না।এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারন সম্পাদক রফিক সরকার সাবেক সভাপতি সদরুল আলম দুলু সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য জয়নাল আবেদীন বক্তব্য প্রদান করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments