এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গতকাল সোমবার শেষ বিকালে পৌর আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি পটুয়াখালী ৪ আসনের সাংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিববুর রহমান মুহিব বলেন,শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী না হলে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সৃষ্টি হতো না। শেখ হাসিনার একক প্রচেষ্টায় কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। কুয়াকাটাকে একটি আর্ন্তজাতিক মানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি আর বলেন পায়রা বন্দর,পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন,ফোর লেন রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন করেছেন শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকার। কুয়াকাটা তথা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা শেখ হাসিনার ঘাঁটি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে কুয়াকাটা সহ গোটা দক্ষিনাঞ্চলের উন্নয়ন হবে। কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমান উল্লাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিস্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক এম এ বারী আজাদ বক্তব্য রাখেন । শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ভোধন করেন এমপি মুহিববুর রহমান মুহিব। এর আগে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক মোল্লা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন ব্যানার ফেষ্টুন,প্লাকার্ড নিয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মিরা মিছিল সহকারে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়। সম্মেলন স্থল জনসমাবেশে পরিনত হয়। সসম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে আঃ বারেক মোল্লা সভাপতি, মোঃ ইউসুফ গাজী সিনিয়র সহ-সভাপতি, মনির আহম্মেদ ভূইয়া সাধারণ সম্পাদক, আঃ খালেক খান যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম আকন ও মোঃ শাহআলম হাওলাদার সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক মোঃ আবুল হোসেন ফরাজীর নাম ঘোষণা করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।