শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিওরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে: টুকু

ওরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্র্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন ভাস্কর্য ও মূর্তির পার্থক্য না জেনে ঔধত্যপূর্ণ বক্তব্য দিয়ে ওরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ওরা নিজামীগং ও খালেদা জিয়ার বার্তা প্রচার করছে। এদেশের মুক্তিযুদ্ধের চেতনার দেশ প্রেমিক নাগরিক তাদের প্রতিহত করবে। স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে মঙ্গলবার পাবনার সাঁথিয়া থিয়েটারের উদ্যোগে সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে আয়েজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।।সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন সরকারের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ,সংগঠনের সাঃ সম্পাদক রতন দাস, সাঁথিয়া প্রেস ক্লাবের সাঃ সম্পাদক আবুল কাসেম, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা,ছাত্রলীগ সভাপতি শামসুল হক স্বপন, নাট্যকর্মী জাহাঙ্গীর আলম সেলিম, শিক্ষক নেতা শফিকুল ইসলাম রিপন প্রমুখ। বক্তাগণ বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার হুমকির উসকানি মূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments