শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিটকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দুদুর বিচার শুরুর আদেশ

টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দুদুর বিচার শুরুর আদেশ

বাংলাদেশ প্রতিবেদক: ‘শেখ মুজিব (বঙ্গবন্ধু) যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ ৬ মাস আগে ডিবিসি টেলিভিশনে টকশোতে এ রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরপর হত্যার অভিযোগে এনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম।

নানা প্রক্রিয়া শেষে সোমবার (১৫ মার্চ) শুনানি হয়। শুনানি শেষে আদালত দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২৪ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরুরও আদেশ দেন আদালত। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমি সোমবার (১৫ মার্চ) এ আদেশ দিয়েছেন।

মামলার বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করেছিলেন বাদী। বিধি অনুযায়ী, আদালত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদনের নথি চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে আসে। এরপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

‘ওই মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে। আজ (সোমবার) অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।’ বলেন নিখিল কুমার নাথ

টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

মামলার আরজিতে বলা হয়, গত বছরের ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের রাজকাহন নামে একটি টকশো হয়। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ এই বক্তব্য রাঙ্গুনিয়া পৌরসভা সদরে সংগঠনের কার্যালয়ে বসে ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। পরে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments