শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিরাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে আহত ২ বিএনপি নেতা হাসপাতালে

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে আহত ২ বিএনপি নেতা হাসপাতালে

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের শটগানের গুলিতে আহত বিএনপির ২ নেতাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা হলেন- তেজগাঁও থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৮) ও কামরাঙ্গীরচড় থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (৬২)।

আজ মঙ্গলবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী তাদের হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ‘মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে পুলিশ আমাদের ওপর আক্রমণ করেন। এক পর্যায়ে আমাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।’

ফারুক হোসেন আরও বলেন, অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, ‘আহত দুজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় শটগান ইনজুরি আছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments