শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিসিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী মেরিনা জাহান বিপুল ভোটে বিজয়ী

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী মেরিনা জাহান বিপুল ভোটে বিজয়ী

বিমল কুন্ডু: জাতীয় সংসদের সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শেষে রাতে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট। নির্বাচনে সতন্ত্র প্রার্থী এ্যাড. হুমায়ূন কবির মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট। রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ – ৬ আসনের ১৬০ কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন (লাঙ্গল) ও সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হুমায়ূন কবির (মোটরগাড়ী)। জানা গেছে, শাহজাদপুর উপজেলার ১ টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ – ৬ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভোট প্রদানের হার শতকরা ২৬.৪৩ শতাংশ। এদিকে ফলাফল ঘোষনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে এলাকার মানুষ নৌকা প্রতীকের পক্ষে রায় দিয়েছেন। তাঁকে নির্বাচিত করায় তিনি এলাকাবাসী সহ দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এই আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে গত ২ সেপ্টম্বর মৃত্যুবরন করায় আসনটি শূন্য হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments