বুধবার, মে ১, ২০২৪
Homeরাজনীতিমার্কিন নিষেধাজ্ঞার দায় আওয়ামী লীগের: বিএনপি

মার্কিন নিষেধাজ্ঞার দায় আওয়ামী লীগের: বিএনপি

বাংলাদেশ ডেস্ক: পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) এবং সংস্থার সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপরে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটিকে ‘জাতীয় সমস্যা’ এবং ‘বিব্রতকর’ বলে বর্ণনা করেছে বিরোধী দল বিএনপি।

এই নিষেধাজ্ঞার দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে দলটি মনে করছে।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১২ ডিসেম্বর মার্কিন এই সিদ্ধান্তকে রাজনৈতিক আখ্যা দিয়ে বলেছেন, এর পেছনে ‘বাংলাদেশ বিরোধী কিছু ব্যক্তি ও অপশক্তির’ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র‍্যাব ও এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র ডিসেম্বরের ১০ তারিখে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং বর্তমান মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের মোট ছয় কর্মকর্তা রয়েছেন।

ওই নিষেধাজ্ঞার ব্যাপারে বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলছেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে, সরকার গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করে ফেলেছে। গুম, খুন হত্যা নির্যাতন চালিয়ে নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করছে। এটা সমর্থন করা বা না করার প্রশ্ন না। আমরা তো বলেই আসছি, এটা অবশ্যম্ভাবী ছিল। গণতান্ত্রিক বিশ্বে এই ধরনের কর্মকাণ্ড কখনোই তো গ্রহণযোগ্য হতে পারে না।’

বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব প্রতিষ্ঠা হয়েছে বিএনপি সরকারের আমলে, ২০০৪ সালের মার্চ মাসে।

মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে বিএনপির ক্ষমতার মেয়াদ ২০০৬ সালে শেষ হওয়া পর্যন্ত র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩৮০ জন নিহত হয়েছে।

ফলে র‍্যাবের বিরুদ্ধে এরকম অভিযোগে বিএনপিরও দায় আছে বলে তিনি মনে করেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘র‍্যাব যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন মূল উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। ত্রাস বা সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল, তাদের নিয়ন্ত্রণ করার জন্য র‍্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল। বিএনপি সরকারের আমলে একটিও রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা র‍্যাব গ্রহণ করেনি।’

বাংলাদেশে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেশ পুরনো। এ ধরনের একটি বড় ঘটনার পর র‍্যাব ভেঙে দেয়া উচিত বলে বিএনপি মনে করে কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই ধরনের প্রতিষ্ঠানকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, তখন সেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করে।’

‘র‍্যাব ভেঙে দেয়া হোক, সেই কথা আমরা বলতে চাই না’
‘র‍্যাব ভেঙে দেয়া হোক, সেই কথা আমরা বলতে চাই না। আমরা মূলত দায়ী করছি সরকারকে। র‍্যাবকে যারা নিয়ন্ত্রণ করছে, যাদের নির্দেশে র‍্যাব এই কাজ করছে তাদের বিরুদ্ধেই তো ব্যবস্থা নিতে হবে। সেজন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী,’ বলেন মির্জা ফখরুল।

এই পরিস্থিতির জন্য দেশে গণতন্ত্র না থাকা এবং সরকারের ভূমিকাকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের ব্যবস্থা নেয়া উচিত, যে সমস্ত ব্যবস্থা তারা নিতে পারেন। যদি তারা চান। কিন্তু আমার মনে হয় না তারা সেটা নিতে চান। কারণ তারা নিজেরাই তো এটার জন্য দায়ী। আমি সরকারকেই দায়ী করবো এটার জন্য।’

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়, সেখানে র‍্যবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের সকল মানুষের সামনে এটি একটি জাতীয় সমস্যা। আর জাতীয় সমস্যা জাতীয়ভাবে সবাইকে নিয়ে সমাধান করতে হয়। আর সেটা তখনই সম্ভব যখন দেশ একটি গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হয়।’

এই নিষেধাজ্ঞার পেছনে বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল লবিস্ট নিয়োগ করে ভূমিকা রেখেছে বলে সরকারের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন তারা চিহ্নিত হয়ে গেছে, তাদের ওপরে যখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায় আসবে, তারা তো দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে। র‍্যাব তো আমরা চালাই না, তাদের নির্দেশ দেয় সরকার। এখানে আমাদের কী করার আছে?’

বুধবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনেও বিএনপির মহাসচিব বলেন, ‘‘বাংলাদেশের বিশেষায়িত একটি আইনপ্রয়োগকারী সংস্থার সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে ‘আমাদের প্রধানতম অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক কৌশলগত অংশীদার’ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের নিষেধাজ্ঞা ‘অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক’, কিন্তু তা নিঃসন্দেহে ‘অবশ্যম্ভাবী’ ছিল।”

কারণ, তিনি বলেন, ‘গত এক দশক ধরে বিএনপিসহ বাংলাদেশের প্রায় সকল গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের ঘটনায় দেশের ভেতরে ও বহির্বিশ্বে নানা আন্তর্জাতিক ফোরামে ব্যাপকভাবে আলোচিত।’

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম, সালাউদ্দিন আহমেদের হারিয়ে গিয়ে ভারতে উপস্থিতি, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ৫৩ দিন নিখোঁজ থাকার পর সীমান্তবর্তী এলাকায় পাওয়ার উদাহরণ তুলে ধরেন।

‘জাতিসঙ্ঘের শান্তি মিশনে মোতায়েন প্রভাবিত হতে পারে’
বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞার ফলে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসঙ্ঘের শান্তি মিশনে মোতায়েন প্রভাবিত হতে পারে। বিশেষ করে এর ফলে বহির্বিশ্বে আমাদের দেশ ও নাগরিক সম্পর্কে ভুল বার্তা দেবে।’

বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ও তার কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের এধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটাই প্রথম।

এই নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র‍্যাব এবং অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থা ২০০৯ সাল থেকে প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ৬০০-রও বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া, এবং নির্যাতনের জন্য দায়ী।

এরই মধ্যে নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে।

আমেরিকার এই নিষেধাজ্ঞাকে শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘লোক দেখানো অপচেষ্টা’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বিবিসি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments