বাংলাদেশ প্রতিবেদক: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার ইউএনবিকে জানান, সেতু বিভাগ বুধবার ইউনূস সেন্টারে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহিমা খাতুন আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

রহিমা খাতুন ইউএনবিকে বলেন, তারা ইতোমধ্যে অধ্যাপক ইউনূসের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

আগামী ২৫ জুন দেশের ৬৪ জেলায় একযোগে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপিত হবে।

আরও পড়ুন  ‘অখণ্ড ভারতের’ মানচিত্র: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Previous articleদেশের মানুষের কাছে নৌকার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
Next articleগোপন স্থান থেকে সু চি’কে নির্জন কারাগারে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।