শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিসিএইচডিতে অবজারভেশনে মির্জা ফখরুল

সিএইচডিতে অবজারভেশনে মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএইচডিইউ’তে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজখবর নেয়ার পর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মহাসচিবকে আপাতত সিএইচডিইউ’তে অবজারভেশনের জন্য রেখেছেন ডাক্তাররা। ওনার রক্তসহ নানা ধরনের পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা খুঁজে পাননি তারা।’

এর আগে এদিন দুপুর ১২টার দিকে অসুস্থবোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘মহাসচিব অসুস্থতাবোধ করায় অফিসের সহকর্মীরা তাকে জরুরিভাবে ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছে। এখানে তার ইজিসি’সহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা যে ধরনের অবজারভেশন দেবেন সেই মোতাবেক চিকিৎসার সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল দেশে ফিরেন। ৯ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সেখানে যান তিনি। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments