শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন

জয়নাল আবেদীন: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সোমবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব স্বাস্থ্য বিভাগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃধা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, স্বাস্থ্য বিভাগের প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, সিভিল সার্জন অফিসের ইপিআই কর্মকর্তা মোতালেব হোসেন ও রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্ত । রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২শ৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত ছিলেন। এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments