বাংলাদেশ প্রতিবেদক: নৈশভোজের আমন্ত্রণে ভারতীয় হাইকমিশনে পৌঁছেছেন বিএনপির পাঁচ নেতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তারা সেখানে পৌঁছান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে বলেন, ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নৈশভোজনে গেছে। প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Previous articleসরকার দেশের ভবিষ্যৎ লুণ্ঠন করছে: আ স ম রব
Next articleবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।