শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিবীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

স্বপন কুমার কুন্ডু: স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।

বুধবার বিকেলে এক শোকবার্তায় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে নূরে আলম সিদ্দিকীর অসামান্য ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘ছয় দফা আন্দোলন এবং ভাষা আন্দোলনেও তার ভূমিকা ছিল। বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

প্রসঙ্গত: বুধবার (২৯ মার্চ) ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যু হয়। তার ছেলে তাহজীব সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments