বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
Homeরাজনীতিখুলনায় যে ৯ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

খুলনায় যে ৯ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে শিববাড়ি মোড়ে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। কেসিসির এস্টেট অফিসার স্বাক্ষরিত অনুমতি পত্রে ৯টি শর্ত জুড়ে দেওয়া হয়।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার জিয়া হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের ৫ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা করছে দলটি। রোডমার্চকে ঘিরে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে। প্রস্তুতি সভা, পোস্টার সাটানো ও প্রচারপত্র বিতরণের কাজ চলছে।

কেসিসির দেওয়া শর্তগুলো হলো-

১. রাস্তা/চতুর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপির অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসির এই অনুমতি বাতিল বলে গণ্য হবে।

২. অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনোরূপ বিনষ্ট/খোড়াখুড়ি করা যাবে না। এ জাতীয় কোনোরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে।

৩. জন উপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৪. অনুমোদিত স্থানে আইনবিরোধী, অশালীন ও অশোভন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৫. সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৭. নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে।

৯. অনুমতিপ্রাপ্ত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments