বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeরাজনীতিসাবেক ছাত্রনেতাদের তোপের মুখে কাদের, ভুয়া ভুয়া স্লোগান

সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে কাদের, ভুয়া ভুয়া স্লোগান

বাংলাদেশ প্রতিবেদক: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় হট্টগোল ও ভুয়া ভুয়া স্লোগানে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।

আজ বুধবার বেলা ১১টার দিকে সভা শুরু হয়। শুরুতেই বক্তব্য দেন ওবায়দুল কাদের। তাঁর বক্তব্যের ১০ মিনিটের মাথায় হট্টগোল শুরু হয়। শুরুতে সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন সাবেক ছাত্রলীগ নেতারা। পরে সাংবাদিকেরা কেন এখানে—সাবেক নেতাদের এমন প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মাঝেই সম্মেলন বয়কট করে চলে যান সাংবাদিকেরা।

সরেজমিনে দেখা যায়, সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয় আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতাকে। এ সময় পেছন থেকে অনেক ছাত্রনেতাকে ভুয়া ভুয়া বলে স্লোগানও দিতে দেখা যায়।

সংবাদ সম্মেলনের মাঝেই অনেক সাবেক ছাত্রনেতা বের হয়ে যান এবং যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অনেকে বলেন, আমাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দেবেন। কিন্তু তা না করে মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকে হইহুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্রনেতাদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, উনি এখানে কেন? ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট (সামাজিক যোগাযোগমাধ্যম) দেন। সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে তাঁকে গাড়িতে তুলে দেন।

অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তাঁর অফিসে চলে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments