শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeপ্রবাসের খবরসৌদিতে নির্যাতিত সেই গৃহকর্মীকে উদ্ধার করেছে সৌদি দূতাবাস

সৌদিতে নির্যাতিত সেই গৃহকর্মীকে উদ্ধার করেছে সৌদি দূতাবাস

গিয়াস কামাল: সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন সোনারগাঁয়ের সিংলাব গ্রামের পারভিন আক্তার (ছদ্মনাম) এক নারী। গতকাল রোববার আজকের কাগজ অনলাইন পত্রিকায় এ নিয়ে সৌদি আরবে গিয়ে যৌন নির্যাতনের শিকার মেয়ে: ফিরিয়ে আনতে দরিদ্র পিতার আকুতি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে সৌদি দূতাবাসে যোগাযোগ করে ওই নারীকে উদ্ধার করা হয়। দূতাবাসের কর্মকর্তারা গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি পুলিশের সহায়তায় নির্যাতিত ওই গৃহকর্মীকে উদ্ধার করে। এসময় নির্যাতনকারী (কফিল) গৃহকর্তাকেও আটক করে। আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই নির্যাতিত ওই গৃহকর্মীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা নির্যাতিত ওই গৃহকর্মীকে দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সৌদি দূতাবাসের পক্ষ থেকে আইনী প্রক্রিয়া শুরু করা হয়েছে। উপজেলার সাদীপুর ইউনিয়নের সিংলাব গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে বাংলাদেশ সরকার ও সৌদি আরব সরকারের সকল নিয়ম কানুন মেনে গৃহকর্মীর কাজ করার জন্য বৈধভাবে চলতি বছরের ২রা জুন সৌদি আরবের মদিনায় যান। ওই স্থানে যাওয়ার আগে দেশে সে

গৃহকর্মী কাজের প্রশিক্ষণ গ্রহণ করে ওই দেশের একটি পরিবারে গৃহকর্মীর কাজে যোগ দেন। অভিযোগ উঠেছে, কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই পরিবারের প্রধান গৃহকর্তা ও তার ছেলে প্রতিনিয়ত গৃহকর্মীর উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতন চালায়। এ ঘটনার প্রতিবাদ করায় জলন্ত সিগারেটের আগুন দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেয়। এতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। বিষয়টি মোবাইল ফোনে নির্যাতিত ওই গৃহকর্মী বাংলাদেশে তার বাবা সিরাজুল ইসলামকে অবহিত করে। গত রোববার সিরাজুল ইসলাম তার মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের মাধ্যমে সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ে একটি আবেদন করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, গৃহকর্মীর কাজে যোগদান করে নির্যাতনের শিকার হওয়া ওই নারীকে ওই দেশের দূতাবাস সৌদি পুলিশের সহায়তায় উদ্ধার করেছে। শীঘ্রই আইনী প্রক্রিয়ার মাধ্যমে ওই গৃহকর্মীকে বাংলাদেশে ফেরত আনা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি দূতাবাসে এব্যাপারে প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments