মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবন্যায় যমুনার পাড়ের ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সহায়তা: লতিফ বিশ্বাস

বন্যায় যমুনার পাড়ের ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সহায়তা: লতিফ বিশ্বাস

মারুফা মির্জা: সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, প্রাকৃতিক নানা প্রতিকুলতাকে জয় করেই সিরাজগঞ্জের অগ্রগামী যমুনার চরবাসী অতীত থেকেই টিকে আছে। কর্মদক্ষতার গুনে মাছ আহরন, কৃষিচাষ, সবজি আবাদ আর পশু-পাখি পালনে স্বনির্ভরতার হাতছানী আদায় করেছে। তবে গত বন্যায় ৫টি উপজেলার এসব মানুষ অনেকটাই কম বেশী ক্ষতি গ্রস্ত। অনেকেরই ঘর- বাড়ি ভেঙ্গেছে, রাস্ত-ঘাট আর জমিতে থাকা ফসল ও সবজি নষ্ট হয়েছে। তাই নতুন করে ঘুরে দাঁড়াতে প্রয়োজন আর্থিক সহায়তা। এজন্য সরকার ও বিভিন্ন সেবা সংগঠন সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গুলো এগিয়ে এসেছে। ঠিক আন্তর্জাতিক মানবতাবাদী সাহায্য সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটিও সেই পথ অনুসরন করছে। আমরা তাদের নিরুপন করতেই ক্ষতিগ্রস্ত ৫টি উপজেলা পরিদর্শন করছি। যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সোমবার দিনভর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে চৌহালীর আজিমুদ্দিন মোড়ে দলীয় নেতা-কর্মীদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু নজির মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সচিব রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসরিণ আক্তার, মোল্লা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান রমজান আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments