শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeপ্রবাসের খবরআমেরিকায় করোনায় ১২১ বাংলাদেশির মৃত্যু

আমেরিকায় করোনায় ১২১ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ এপ্রিল আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই ছয় বাংলাদেশি হলেন-মুজাহিদুর রহমান, আমিনা খাতুন, রওশন আরা ফেরদৌস, জাহানারা বেগম, হজরত আলী ও মাহমুদুর রহমান। এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে ১২১ জন বাংলাদেশির মৃত্যু হলো। এসব বিপর্যস্ত স্বদেশিদের পাশেও সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছেন কিছু ব্যক্তি ও সংগঠন

নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নাজুক পরিস্থিতির চরমে পৌঁছেও মনে হচ্ছে পরিস্থিতি অনেকটা সমান্তরাল হচ্ছে। একমাত্র সামাজিক বিচ্ছিন্নতা জোরালোভাবে অনুসরণের মধ্য দিয়েই একটা স্বস্তিকর অবস্থায় পৌঁছানো সম্ভব।

তবে মোট মৃত্যুর সংখ্যা নিয়ে রাজ্য গভর্নর ও নিউইয়র্কের মেয়রসংশয় প্রকাশ করেছেন। এসব মৃত্যুর হিসাব হাসপাতাল থেকে পাওয়া। হাসপাতালে আসার আগে যাদের মৃত্যু ঘটছে , তাদের হিসেবের আওতায় আনা হয়নি। এসব মৃত্যুর তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিউইয়র্কসহ আমেরিকার অন্যত্র বাংলাদেশিদের মৃত্যুর তথ্যও সরকারিভাবে পাওয়া কোনো তথ্য নয় । কমিউনিটির যোগাযোগের মাধ্যমে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে।

এদিকে নিউইয়র্কের অনেকেই বেকার ভাতার অর্থ পেতে শুরু করেছেন। অপেক্ষা করছেন ফেডারেল সরকারের নাগরিক অর্থ সহযোগিতার জন্য। অনেকের ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট শুরু হয়েছে। বিপন্ন লোকজনের সাহায্যে নগর কর্তৃপক্ষসহ নানা চ্যারিটি সংগঠন সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। স্বদেশিদের পাশেও এগিয়ে এসেছেন কিছু ব্যক্তি ও সংগঠন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments