বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাশরীয়তপুরে একই পরিবারের ৩ জনকে জোর করে খাইয়ে দেয়া হলো মানুষের মল

শরীয়তপুরে একই পরিবারের ৩ জনকে জোর করে খাইয়ে দেয়া হলো মানুষের মল

বাংলাদেশ প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার এক কলেজছাত্রী, তাঁর বাবা ও দাদিকে মানুষের মল খাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার। গতকাল রোববার রাতে ওই ছাত্রীর বাবা নয় ব্যক্তিকে আসামি করে জাজিরা থানায় মামলা করেছেন। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় জলিল সিকদার ও আয়নাল হকের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। ওই কলেজছাত্রী বলছিলেন, ‘পরিবারের তিনজনকে মল খাওয়ানো হলো, এ কেমন শত্রুতা?’

ওই তিনজন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান আজ সোমবার বলেন, ‘আমার চিকিৎসক জীবনের ১৫ বছর হয়েছে। এমন অমানবিক আচরণ কোনো মানুষ অন্য মানুষের সঙ্গে করতে পারেন, দেখিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসক জরুরি বিভাগে এই তিনজনকে চিকিৎসা দিয়েছেন। তাঁরা কিছুটা সুস্থ বোধ করায় গতকাল সন্ধ্যায় স্বজনেরা তাদের বাড়ি নিয়ে যান। তবে তাঁরা মারাত্মক মানসিক ট্রমার মধ্যে আছেন।’

জাজিরা থানা–পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরার ভুক্তভোগী ব্যক্তি পেশায় ভ্যানচালক। তাঁর সঙ্গে জমিজমা নিয়ে স্থানীয় জলিল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জলিল হঠাৎ গ্রামে প্রচার করতে থাকেন যে ওই ভ্যানচালক কালো জাদু করে মানুষের ক্ষতি করছেন। তাঁকে ঠিক করতে মল খাওয়াতে হবে। গত শনিবার সকাল ৬টার দিকে জলিল সিকদার ও আয়নাল হকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ওই ভ্যানচালকের বাড়িতে যান। তাঁকে ঘর থেকে বের করে এনে মল খাইয়ে দেন। এরপর তাঁর স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও মল খাইয়ে দেওয়া হয়। বাধা দিতে এলে ওই ব্যক্তির মাকেও মল খাইয়ে দেওয়া হয়। এ সময় তাদের মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার ওই কলেজছাত্রী বলছিলেন, ‘এমন অমানবিক আচরণ কোনো মানুষ কীভাবে করতে পারেন? জলিল ও আয়নাল আমার বাবাকে হাত–পা ধরে রেখে মল খাইয়ে দেন। আমি এগিয়ে গেলে আমার সঙ্গেও একই আচরণ করেন। আমি বাঁচার জন্য তাদের পা ধরেছি। কোনো লাভ হয়নি। এরপর আমি অচেতন হয়ে পড়ি।’

ওই ভ্যানচালক বলেন, ‘এমন শত্রুতা মানুষ মানুষের সঙ্গে করে? আমার সঙ্গে বিরোধ ছিল, আমাকে মারধর করত, কোপাত। তাই বলে এমন অমানবিক আচরণ করবে?’ তিনি বলেন, জলিল ও আয়নালসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি তাদের কঠোর শাস্তি দাবি করেন।

আসামি জলিল শিকদার দাবি করেন, ‘এলাকার আনোয়ার আকনের শ্যালককে কালো জাদু করে মেরে ফেলেছেন ওই ভ্যানচালক। আনোয়ার আমাদের এ কাজ করতে বলেছেন।’ আর আয়নাল হক বলেন, ‘আমার সঙ্গে ওই ব্যক্তির কোনো বিরোধ নেই। গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে মল খাওয়ানো হয়েছে।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অমানবিক ঘটনাটি শোনার পরপরই পুলিশ তৎপর হয়। তাৎক্ষণিক এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments