শনিবার, মার্চ ১৫, ২০২৫
Homeপ্রবাসের খবরভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

বাংলাদেশ প্রতিবেদক: ভারতে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কালকেরে হ্রদের কাছে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ একটি নির্জন এলাকায় পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, নিহত নারী আবর্জনা পরিষ্কারক হিসেবে কাজ করা এক কর্মীর স্ত্রী ছিলেন। তার স্বামী ও তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। নিহত নারী ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী বৈধ পাসপোর্ট নিয়ে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

নিহত নারী বৃহস্পতিবার তার সহকর্মীকে জানিয়েছিলেন, তার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, হয়তো দেরি হবে। তাই সহকর্মীকে চলে যেতে বলেছিলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, মনে হচ্ছে তিনি একটি নির্জন এলাকায় গিয়েছিলেন। সম্ভবত তার পরিচিত কারও সঙ্গে দেখা করতে। শুক্রবার সকালে তার মৃতদেহে পাথরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এটি হত্যার কারণ হতে পারে। পুলিশের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments