শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeখেলাধুলাদ্বিতীয় ইনিংসে ৫৫/৫ তবুও চট্টগ্রামে জয় দেখছে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ৫৫/৫ তবুও চট্টগ্রামে জয় দেখছে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টে চতুর্থ ইনিংসে উইন্ডিজদের ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেই ম্যাচ জেতা সম্ভব। সেটার জন্য অবশ্য স্পিনারদের বাড়তি কষ্ট করতে হবে। ঠিক জায়গায় বোলিং করে ১৫০ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জয়ের আশা করছেন চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের নায়ক স্পিনার নাঈম হাসান।

ক্যারিবীয়দের গুটিয়ে দিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৫ ব্যাটসম্যানের উইকেট হারালেও ১৩৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

তবে নাঈম আশাবাদী। উইকেট থেকে স্পিনাররা যেভাবে সুবিধা পাচ্ছেন তাতে ১৫০ রানের লক্ষ্যও প্রতিরোধ করা সম্ভব। সংবাদ সম্মেলনে এসে নাঈম বলেন, ‘উইকেট থেকে স্পিনাররা অনেক সুবিধা পাচ্ছেন। আমরা যদি ভালো জায়গায় বোলিং করি তাহলে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও ম্যাচ জিতব।’

এদিকে দ্বিতীয় দিন ইনিংস লম্বা করার চেষ্টা থাকবে বাংলাদেশের। আর দলের স্পিনাররা ভালো ফর্মে আছে বলে তাদের উপর শতভাগ আস্থা রাখছেন এই তরুণ। নাঈম আরও বলেন, ‘আমাদের লক্ষ্য যতক্ষণ সম্ভব ব্যাট করতে পারি ততক্ষণ ব্যাট করা, যত স্কোর হবে প্রতিরোধ করবো। কারণ উইকেটে তো স্পিন করছে, আমাদের দলে ভালো স্পিনার আছে, সাকিব ভাই, তাইজুল ভাই, মিরাজ ভাই। তাই ঝামেলা হবে না আশা করি।’

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট নেয়ার গৌরব অর্জন করেছেন নাঈম হাসান। এছাড়াও বিশ্বের সর্বকনিষ্ঠ বোলার হিসেবেও অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এই স্পিনার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments