বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeখেলাধুলাবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কাগজ ডেস্ক: বাংলাদেশে মঙ্গলবার রাত শেষে ভোরের আলো ফুটতেই সুদূর নিউজিল্যান্ডের নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে নেমে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় চল্লিশ দিনের সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পর প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য সাত ঘণ্টার।
যে কারণে তাসমান পাড়ে টাইগারদের ম্যাচ পড়লে বেশ বিড়ম্বনায় পড়তে হয়ে দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের। তবু রাত জেগে ম্যাচ দেখায় আগ্রহের কমতি থাকে না কারোই। তবে এজন্য জানা থাকতে হবে সিরিজের পূর্ণাঙ্গ সূচি।
চলুন দেখে নেয়া যাক তিন ওয়ানডে ও তিন টেস্টের পূর্ণাঙ্গ সময়সূচি (বাংলাদেশ সময়ে):
ওয়ানডে সিরিজ
১৩ ফেব্রুয়ারি – ১ম ওয়ানডে, সকাল ৭.০০টা, নেপিয়ার
১৬ ফেব্রুয়ারি – ২য় ওয়ানডে, ভোর ৪.০০টা, ক্রাইস্টচার্চ
২০ ফেব্রুয়ারি – ৩য় ওয়ানডে, ভোর ৪.০০টা, ডানেডিন
টেস্ট সিরিজ
২৮ ফেব্রুয়ারি – ১ম টেস্ট, ভোর ৪.০০টা, হ্যামিল্টন
৮ মার্চ – ২য় টেস্ট, ভোর ৪.০০টা, ওয়েলিংটন
১৬ মার্চ – ৩য় টেস্ট, ভোর ৪.০০টা, ক্রাইস্টচার্চ
ভোর ৪টার ম্যাচগুলো আগেরদিন দিবাগত রাতে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইন’।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments