বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeখেলাধুলাআইপিএলে নতুন রেকর্ড গড়তে চান সাকিব

আইপিএলে নতুন রেকর্ড গড়তে চান সাকিব

বাংলাদেশ প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান। গেল ২৭ মার্চ তিনি ভারতে যান। এরপর কোয়ারেন্টিন পর্ব শেষ করে কলকাতার হয়ে নেমেছেন অনুশীলনে।

৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ১৪তম আইপিএল আসরে নতুন কিছু করে দেখাতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। আইপিএলের ইতিহাসে যা কেউ করেনি কখনো। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! এবারের আসরে নতুন করে নিজেকে চেনাতে চান এই বিশ্বসেরা। গড়তে চান নতুন রেকর্ড।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন সাকিব। আসন্ন আইপিএলে নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন তিনি।

আলাপচারিতায় সাকিব জানান, ‘আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চাই।’

এখন পর্যন্ত এক ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট কেউ পায়নি আইপিএলে। শুধু আইপিএল নয়, টি টোয়েন্টিতে কেউই এই রেকর্ড ছুঁতে পারেননি।

এর আগে ২০১২ সালে আইপিএলে রবীন্দ্র জাদেজা ৪৮ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন। তবে সব ছাপিয়ে নতুন অলরাউন্ড পারফরমেন্স করতে চান সাকিব।

এদিকে, শুধু নিজের লক্ষ্য নয় কলকাতার বোলিং বিভাগ নিয়েও আশার বাণী শুনিয়েছেন সাকিব। তিনি বলেন, শক্তিশালী দল হয়েছে আমাদের। বিশেষ করে বোলিং বিভাগ। বোলাররা আমাদের এবারের শিরোপা জেতাতে পারে।

দলটির বোলিং বিভাগের নেতৃত্বে আছেন প্যাট কামিন্স, লকি ফার্গুসন, আন্দ্রে রাসেল, হরভজন সিংয়ের মতো অভিজ্ঞরা। এছাড়া সাকিব নিজেও তার ঘুর্ণিজাদু দিয়ে হয়ে উঠতে পারেন তুরুপের তাস।

চলতি আসরে ৩ কোটি ২ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments