বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeখেলাধুলা‘কাউকে ভয় নয়, পাকিস্তানের লক্ষ্য বিশ্বকাপ জয়’

‘কাউকে ভয় নয়, পাকিস্তানের লক্ষ্য বিশ্বকাপ জয়’

বাংলাদেশ ডেস্ক: চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১০০ শতাংশ জয়ের হার বজায় রেখেছে পাকিস্তান। আজ রোববার স্কটল্যান্ডকে হারালেই এক মাত্র দল হিসেবে গ্রুপের সব ম্যাচ জিতে শেষ চারে যাবেন বাবর আজমরা। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠার আগে প্রতিপক্ষদের হুঙ্কার দিলেন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ। জানালেন, কাউকে ভয় পান না তারা। প্রথম ম্যাচে ভারতকে হারানোয় তাদের আত্মবিশ্বাস তুঙ্গে বলে জানিয়েছেন তিনি। এখন তাদের লক্ষ্য ‘বিশ্বকাপ জয়’।

স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে হাফিজ বলেন, ‘সেমিফাইনালে যাদের বিরুদ্ধেই খেলতে হোক না কেন আমরা তৈরি। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। দল হিসেবে ভালো খেলছি আমরা। স্কটল্যান্ডের বিরুদ্ধেও একই রকমের আগ্রাসন নিয়ে খেলব। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

তিনি বলেন, ‘যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। আমরা প্রথম ম্যাচেই ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়েছি। সেই ছন্দ আগামী দিনেও আমরা বয়ে নিয়ে যাব।’

এ মুহূর্তে অবশ্য নিজের অবসর নিয়ে ভাবতে রাজি নন হাফিজ। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘এখন শুধু বিশ্বকাপ নিয়ে ভাবছি। টুর্নামেন্টের পরে বাকি সব কিছু ভাবব। আমি খুব আবেগপ্রবণ। পাকিস্তানের হয়ে খেলা আমার কাছে গর্বের।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments