বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeখেলাধুলাঅভিষেকেই ৭ উইকেট নিয়ে আবরারের ঝলক, দিনশেষে স্বস্তিতে পাকিস্তান

অভিষেকেই ৭ উইকেট নিয়ে আবরারের ঝলক, দিনশেষে স্বস্তিতে পাকিস্তান

বাংলাদেশ প্রতিবেদক: রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সুযোগ মেলেনি একাদশে। মুলতানে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই অবশ্য বাজিমাত করেছেন পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদ। আবরারের বোলিং তোপে মাত্র ২৮১ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই আবরারের শিকার ৭ উইকেট।

মুলতানে টসে হেরে আগে বোলিং নেয় পাকিস্তান। আগে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ১১৭ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। আর তারপরই বদলে যায় ম্যাচের চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থ্রি লায়ন্সরা। প্রথম উইকেটটিও নেন আবরার, জ্যাক ক্রাউলি ফেরেন ১৯ রান করে। অতঃপর বেন ডাকেট আর ওলে পপ ৭৯ রানের জুটি গড়ে তুলেন, সেই জুটিও ভাঙেন আবরার, ৬৩ রান করা বেন ডাকেট তার শিকার।

অতঃপর একে একে ওলে পপ (৬০), জো রুট (৮), হ্যারি ব্রক (৯), বেন স্টোকস ৩০ ও উইল জ্যাকসকে (৩১) ফেরান আবরার। অর্থাৎ ইংল্যান্ডের প্রথম ৭ উইকেটের সবগুলোই যায় আবরারের দখলে। অতঃপর শেষ ৩ উইকেট শিকার করে ইংল্যান্ডকে থামিয়ে দেন জিসান মাহমুদ। ২৮১ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১০৭ রানে থেমে আছে পাকিস্তানের ইনিংস। তবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের, ৫ রানেই প্রথম উইকেট হারায় তারা। ০ রানে ফিরে যান ইমাম উল হক, ১৪ রান করে ফেরেন মোহাম্মদ শফিকও। তবে বাবর-শাকিলের জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের ইনিংস। দিনশেষে বাবর আজম ৭৬ ও সাউদ শাকিল অপরাজিত আছেন ৩২ রানে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments